শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সার্চ কমিটিতে অংশগ্রহণ বিএনপির কূটচাল কিনা তা পরে বোঝা যাবে-তথ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া  থেকে : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সার্চ কমিটিতে অংশগ্রহণ বিএনপির একটা কূটচাল কিনা এটা বোঝা যাবে নির্বাচনে কমিশন গ্রহণ করার প্রশ্নে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে।
শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে “বিএনপির সার্চ কমিটির নাম সুপারিশ সম্পর্কে” সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার পূর্বশর্ত হিসেবে নির্বাচনকালীন অনির্বাচিত সহায়ক সরকারের দাবি তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। যতক্ষণ পর্যন্ত বিএনপি এই প্রস্তাব বাদ না দিবে ততক্ষণ পর্যন্ত বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারটা প্রশ্নের সম্মুখীন। তাই সার্চ কমিটিতে বিএনপির অংশগ্রহণ কূটচাল কিনা তা বোঝা যাবে রাষ্ট্রপতির অধীনে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনে তাদের অংশগ্রহণ করার সিদ্ধান্ত ঘোষণা করলে।  
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন