দেশের একমাত্র ও প্রথম বিশেষায়িত সরকারি মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি-এর আয়োজনে রাজধানীর “শাহীন দ্বীপ” পিকনিক স্পটে বার্ষিক বনভোজন-২০১৭ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এএসএম আব্দুল বাতেন প্রধান অতিথি এবং তার সহধর্মিণী বিশেষ অতিথি হিসেবে বনভোজনে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দ বনভোজনে উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। বনভোজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজনও ছিল। সকল আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সরব উপস্থিতি ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বিভিন্ন খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য অত্যাবশ্যকীয় এবং ভবিষ্যতে একই রকম বনভোজন এবং অন্যান্য সহপাঠ্যক্রম অনুষ্ঠান একই উৎসাহ ও অংশগ্রহণের মাধ্যমে আয়োজন করার প্রতি প্রধান অতিথি তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।
ষ শিক্ষাঙ্গন রিপোর্ট
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন