সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঢাবির রোকেয়া হলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

শিক্ষাঙ্গন রিপোর্ট | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:০৯ এএম, ২৮ নভেম্বর, ২০১৬

প্রিয় ক্যাম্পাসের সোনালি দিনগুলো অনেক বছর আগে শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জীবন শেষে কেউ চাকরি, কেউ সংসার আর ছলেমেয়ে নিয়েই ব্যস্ত। একই সাথে একই হলে চার বছর থাকা প্রিয় মানুষদের সাথে অনেক বছর দেখা হয় না। ঢাবির রোকেয়া হলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী  যেন সোনালি দিনগুলো ফিরিয়ে নিয়ে এসেছে। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চতুর্থ পুনর্মিলনীতে রঙিন ও বর্ণিল সাজে টিএসসি অডিটোরিয়াম।  সকাল থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের মিলনে মুখরিত হয়ে উঠেছে টিএসসি। অনেক বছর পরে প্রিয় বান্ধবীদের সাথে আড্ডা আর গল্পে সময় পার করছেন প্রাক্তন শিক্ষার্থীরা।
সাবিহা মুন্না স্মৃতিচারণ করে বলেন, ‘অনেক দিন পরে বন্ধুদের সাথে দেখা। সবাই খুব আনন্দ করছি। সেই সাথে পুরনো দুষ্টমিগুলো নতুন করে করতে পেরে আনন্দিত।’
অন্যদিকে বয়সে ভারে নুয়ে পড়লেও বিশ্ববিদ্যালয়ের সোনালি দিনগুলো এখনো স্মৃতির পাতায় ভিনা চৌধুরীর। তিনি বলেন, ‘এই ধরনের আয়োজন আমাদের একত্রিত করেছে। জীবনের শেষ  বেলাও ক্যাম্পাসের প্রিয় দিনগুলো মনে পড়ছে।’
প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলায় হাজির অপর এক প্রাক্তন শিক্ষার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি বলেন, ‘বন্ধুদের সাথে আড্ডা দেয়া হয় না। নানা ব্যস্ততার মাঝেও এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত।’
শুধু মিলন মেলা নয় এটি একটি স্মৃতিচারণ মেলা বলে মনে করেন হোসনে আরা মৌসুমী। তিনি আয়োজকদের ধন্যবাদ দিয়ে বলেন, ‘সবাইকে একত্রিত করার এই প্রয়াস সার্থক হয়েছে। প্রতি বছরের এই একটি অনুষ্ঠানের মাধ্যমেই পুরনো দিনে ফিরে যেতে পারি আমরা।’
উল্লেখ্য, দিনব্যাপি রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চতুর্থ পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিনের অংশ গ্রহণে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন