স্টাফ রিপোর্টার : দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সমসাময়িক রাজনীতিসহ বহুল আলোচিত নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করেই স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র জানায়, নির্বাচন কমিশন গঠনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের ভূমিকা ও প্রেসিডেন্টের কাছে সার্চ কমিটির নাম প্রস্তাবসহ বিভিন্ন বিষয়ে বিএনপির দলীয় অবস্থান নির্ধারণ করা হবে বৈঠকে।
চলতি বছরে এটি বিএনপির স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক। এর আগে গত ২৯ জানুয়ারি দলটির স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন