সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্র:- নামাযের মধ্যে কারো বমি এসে গেলে নামাযের কি হবে?
উ:- অনিচ্ছা সত্ত্বেও কারো মুখ ভরে বমি এলে ওযু ভেঙ্গে যাবে, নামাযের কিছু হবে না; আবার ওযু করে নামাযে ফিরে আসা যাবে। আর মুখ ভরে বমি না এলে ওযু নামায কিছুই ভাঙ্গবে না। আর যদি মুখ ভরে বমি আসার পর ফেলে দেয়ার সুযোগ থাকা সত্ত্বেও গিলে ফেলা হয়; তাহলে ওযু নামায উভয়ই ভেঙ্গে যাবে। (আলমগীরী)
প্র:- নামাযের মধ্যে শরীর চুলকানোতে ক্ষতি হবে কি?
উ:- এক রোকন বা অবস্থায় থেকে তিনবার শরীর চুলকালে, এবং বার বার হাত উঠালে নামায ফাসিদ হয়ে যাবে। তবে বিনা কারণে একবার চুলকালেও নামায মাকরূহ হবে। (আলমগীরী)
প্র:- নামাযের সামনে দিয়ে কেউ চলে গেলে নামাযের কোন ক্ষতি হয় কি?
উ:- না, নামাযের কোন ক্ষতি হয় না। তবে সামনে দিয়ে অতিক্রমকারীর মারাত্মক গোনাহ হয়।
প্র:- নামাযের সামনে দিয়ে যাওয়ার সীমারেখা কি? কতটুকু দূর দিয়ে অতিক্রম করা যায়?
উ:- বড় মসজিদ বা ময়দানে নামাযরত ব্যক্তির সিজদাহর স্থানের দিকে নযর রাখা অবস্থায় স্বাভাবিক দৃষ্টি যে পর্যন্ত যায়, সে সীমার মধ্য দিয়ে অতিক্রম করা নিষেধ। আর ছোট মসজিদ বা ঘরের ভিতর সুতরাহ বা যথাযথ আড়াল ছাড়া নামাযের সামনে দিয়ে যাওয়া গোনাহের কাজ।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন