শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

ইয়েমেনে মার্কিন হামলা ব্যর্থ দাবি আল-কায়েদার

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইয়েমেনে মার্কিন বাহিনী গত সপ্তাহে আল-কায়েদার ওপর যে হামলা চালিয়েছিল, তা ব্যর্থ হয়েছিল। ইয়েমেনে আল-কায়েদার প্রধান কাসিম আল-রাইমি’র উদ্ধৃতি দিয়ে সাফা এ খবর জানায়। রেকর্ডকৃত এক বক্তব্যে আল-রাইমি বলেন, তারা দুটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত করেছে এবং অসংখ্য মার্কিন সৈন্যকে হতাহত করেছে। সামরিক কর্মকর্তারা জানান, যথেষ্ট গোয়েন্দা তথ্য না নিয়ে, স্থলযুদ্ধের পর্যাপ্ত প্রস্তুতি এবং অস্ত্রশস্ত্র না নিয়ে ওই অভিযান চালানো হয়েছিল। অভিযানের একপর্যায়ে মার্কিন সৈন্যরা আবিষ্কার করে, তারা আল-কায়েদার ঘাঁটির মধ্যে ফাঁদে পড়ে গেছে, যেখানে সর্বত্র ভূমি মাইন, ¯œাইপার ও বন্দুকধারী জিহাদিরা তাদের ঘিরে রেখেছে। এদিকে পেন্টাগন দাবি করেছে, ওই অভিযানে তাদের মাত্র একজন সৈন্য এবং আল-কায়েদার ১৪ জন সদস্য নিহত হয়েছে। শনিবার ইসরাইলি ওয়েবসাইট সাফায় বলা হয়েছে, অভিযানে ৮ মার্কিন সেনা নিহত হয়েছে। বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র শেন স্পাইসার বলেন, অভিযান শতভাগ সফল হয়নি, তবে আল-কায়েদার ব্যাপারে ব্যাপক গেয়েন্দা তথ্য সংগ্রহের সুযোগ ছিল ওই অভিযানে। মিডল ইস্ট মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন