শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গুলশানসহ ৭৮টি সন্ত্রাসী হামলার প্রতিবেদন প্রকাশ হোয়াইট হাউজের

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিশ্বজুড়ে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত সংঘটিত হওয়া ৭৮টি সন্ত্রাসী হামলার একটি তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসার স্থানীয় সময় গত সোমবার এই তালিকা প্রকাশ করে।
এ সময় শন গণমাধ্যমের সমালোচনা করে সন্ত্রাসী হামলাগুলোর প্রতিবেদন যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করতে গণমাধ্যম ব্যর্থ বলে দাবি করেছেন। ২০১৫ সালে ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস ফ্রান্সের প্যারিস, আমেরিকার ক্যালিফোর্নিয়া, বার্নাডিনো, অরল্যান্ডো, ফ্লোরিডা, বাংলাদেশের ঢাকা, অস্ট্রেলিয়ার পারামাত্তা, বসনিয়ার বরনিতে হামলা করে বলে উল্লেখ করা হয়। তবে তালিকায় উল্লিখিত ৭৮টি হামলার মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন