ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সকল স্কুল-কলেজে পবিত্র কোরআন শরিফ বাধ্যতামূলক পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রাদেশিক সরকার। জাতীয় শিক্ষা সিলেবাসে পবিত্র কোরআন অন্তর্ভুক্তির দাবিতে ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এক্সপ্রেস নিউজ সূত্র জানায়, পাঞ্জাবের শিক্ষা সিলেবাসে পবিত্র কোরআন অন্তর্ভুক্তির দাবিতে অনেক দিন ধরে প্রতিবাদ-আন্দোলন করে আসছে ধর্মভিত্তিক কয়েকটি সংগঠন। এর প্রেক্ষিতে প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পবিত্র কোরআনের আরবি ও উর্দু অনুবাদ পড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও সূত্র জানায়। দৈনিক পাকিস্তান উর্দু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন