না’গঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ৭টি রাইফেল এবং ৬০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যা ৬টায় ফতুল্লার ভূইঘর কড়ইতলা এলাকায় অবস্থিত একটি বালুরমাঠ থেকে গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়। তবে উক্ত অবৈধ অস্ত্রগুলো কিভাবে বালুরমাঠের ভিতরে আসলো এ বিষয়ে স্থানীয়বাসিন্দা কিংবা পুলিশ কিছুই বলতে পারছে না। পুলিশ ধারণা করছে, দীর্ঘদীন ধরে উক্ত অস্ত্র ও গুলি বালুরমাঠের ভিতর রক্ষিত ছিল। ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ফতুল্লার ভূইঘর কড়ইতলা বালুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৭টি রাইফেল এবং একবস্তা গুলি উদ্ধার করা হয়েছে। উক্ত উদ্ধারকৃত অস্ত্র ও গুলির প্রকৃত মালিকদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে পুলিশ। ফতুল্লা মডেল থানার ওসি কামাল হোসেন সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন