বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ইউপি নির্বাচনেও দলীয় মনোনয়ন দেবেন শেখ হাসিনা

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও দলীয় প্রার্থী মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌর নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা শেষে এ কথা জানান দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
আবদুস সোবহান গোলাপ বলেন, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে। কারণ এটা নৌকা প্রতীকের নির্বাচন। তিনি সাংবাদিকদের বলেন, জেলা-উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকেরা আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করবেন। এরপর তাদের নাম কেন্দ্রে পাঠানো হবে। তৃণমূল থেকে একক প্রার্থী পাঠালে সেটা কেন্দ্র হস্তক্ষেপ করবে না। তবে একাধিক প্রার্থী পাঠালে সেখানে কেন্দ্র হস্তক্ষেপ করবে। এরপর মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হবে।
আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌর নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন
আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
বৈঠক শেষে বেরিয়ে সেখানে উপস্থিত একাধিক নেতা সাংবাদিকদের জানান, গত পৌর নির্বাচনে সংসদ সদস্যদের হস্তক্ষপে প্রার্থী মনোনয়ন দিতে হিমশিম খেতে হয়। এবারের ইউপি নির্বাচনে তাদের পরামর্শ না নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন