ইনকিলাব ডেস্ক : ইরানে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রে অন্ধকার নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী উপদেষ্টা আলী আকবর বেলায়াতি। দেশটির ইসলামী বিপ্লব বার্ষিকীতে গত শুক্রবার এমন হুঁশিয়ারি দিল তেহরান। সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আলী আকবর বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি দেয়ার সাহস যেন ওয়াশিংটন না করে। মার্কিন প্রশাসন খুব ভালো করেই জানে, ইরান এবং তার ভূ-রাজনৈতিক মিত্রদেশগুলো খুব কঠোরভাবে হামলার জবাব দিতে পারে। গত সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম প্রসঙ্গে এক টুইটবার্তায় ট্রাম্প লিখেছিলেন, আগুন নিয়ে খেলছে ইরান। প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের প্রতি কতটা দয়ালু ছিলেন, তারা তা মোটেই স্বীকার করে না। কিন্তু আমি তা করব না। এর জবাবে ইরানের সামরিক বাহিনীর কমান্ডারদের এক অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা খামেনি বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমাকে ভয় কর। কিন্তু না! ইরানের জনগণ তার এই বক্তব্যের জবাব দেবে ২২ বাহমান বিপ্লব বার্ষিকীর দিন। উল্লেখ্য, ফারসি ২২ বাহমান হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবের বার্ষিকী। ১৯৭৯ সালের এই দিনে ইরানের বিপ্লব চূড়ান্তভাবে সফল হয়। প্রতি বছর এই দিনটিতে ইরানের জনগণ সারাদেশে বিপ্লবের প্রতি সমর্থন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করে। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন