স্টাফ রিপোর্টার : অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল শুনানির দিন নির্ধারণের জন্য আজ বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিনধার্য করেন। পরে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দুই ঠিকানায় নোটিশ পাঠানোর বিষয়ে হাইকোর্টকে অবহিত করা হয়েছে। এরপর আদালত এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবারের দিন ঠিক করেন। অর্থপাচার (মানিলন্ডারিং) মামলায় তারেক রহমানকে খালাস দিয়ে রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিলের পর ২০১৪ সালের ১৯ জানুয়ারি হাইকোর্ট তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। মামলাটি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কার্যতালিকায় আসলে গত ১২ জানুয়ারি আবারো বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্ট বিভাগ থেকে এ বিষয়ে ২০ জানুয়ারি ও ২১ জানুয়ারি দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। বিষয়টি আদালতকে অবহিতের পর সমনের নোটিশ তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে কি-না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এর প্রেক্ষিতে অবহিত করা এ আদেশ দেন আদালত।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে অর্থপাচার মামলায় ৭ বছরের কারাদ- দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৫ ডিসেম্বর আপিল করে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন