এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বাংলা বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় সেমিনারের আয়োজন করা হয়। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। সেমিনারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, উচ্চশিক্ষায় বাংলা ভাষার ব্যবহার ইত্যাদি বিষয়ে ৩টি প্রবন্ধ উপস্থাপিত হয়। প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রহমান হাবিব, এইউবির বাংলা বিভাগের প্রধান ড. রিটা আশরাফ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সানজিদা হক মিশু। প্রবন্ধের উপর আলোচনা উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মুহাম্মদ দানীউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ এবং উত্তরা ইউনিভার্সিটির প্রভাষক মো. আলাউদ্দিন। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন