সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মহেশখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিপুল অস্ত্র ও কার্তুজ উদ্ধার
মহেশখালী (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : মহেশখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত, ১১ পুলিশ আহত, বিপুল পরিমাণ অস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, ১৩ ফেব্রæয়ারি দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালায় পুলিশ।
প্রথমে হোয়ানক ইউনিয়নের কেরুণতলী পূর্ব মাঝেরপাড়া এলাকায় পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়। সেখানেই গুলিবিদ্ধ হয়ে আব্দু সাত্তার (৩৩) নিহত হন এবং তাদের আস্তানা থেকে ৬টি দেশীয় তৈরি বন্দুক ও ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। অপরদিকে মাতারবাড়িতে ডাকাতের প্রস্তুতিকালে পুলিশে অভিযান চালায় এতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধ হয়। এ সময় সন্ত্রাসী নাজেম উদ্দিন, নাসির, ওয়াজ উদ্দিন গুলিবিদ্ধ হয় এবং তাদের কাজ থেকে ৮টি দেশীয় তৈরি বন্ধুক ও ৩৫ রাউন্ড তাজা কার্তুজ, কিরিচসহ অস্ত্র তৈরির সরঞ্জমাদি উদ্ধার করা হয়। পৃথক অভিযানে সন্ত্রাসীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে এসআই, এএসআইসহ ১১ পুলিশ আহত হয়েছেন। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার ড.এ কে এম ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশ অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধ হয়। সেই যুদ্ধে নিহত সন্ত্রাসী আব্দু সাত্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিস্টভুক্ত আসামি তার বিরোদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ সুপার বলেন, সন্ত্রাসীদের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন