বিশ্ববিদ্যালয় রিপোর্টার : উচ্চশিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় রাজধানীর সাতটি সরকারী কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। গতকাল ঢাবি ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক-এর সাথে সংশ্লিষ্ট সাতটি কলেজের অধ্যক্ষদের এক আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।
সভায় ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক উচ্চশিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহ অনুযায়ী তার লক্ষ্য বাস্তবায়নে আমরা সর্বাত্মক প্রচেষ্টা নেব। এখন থেকে এই অধিভুক্ত কলেজগুলোর ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী বিদ্যায়তনিক কার্যক্রমও পরিচালনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
অধিভুক্ত হওয়া সরকারী কলেজগুলো হচ্ছেÑ ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে ১,৬৭,২৩৬ জন ছাত্র-ছাত্রী এবং ১,১৪৯ জন শিক্ষক রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন