ইনকিলাব ডেস্ক : গত ১২ বছরে উগ্রবাদী হামলা ও নাশকতায় প্রাণহানি ঘটেছে ২৮ হাজার পাকিস্তানির। এমনই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে সাউথ এশিয়ান টেরোরিজম পোর্টালের (এসএটিপি) প্রতিবেদনে। দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ নিয়ে বিশেষ গুরুত্ব সহকারে প্রতিবেদন প্রকাশ করা হয় এ বিশেষ সাইটে।
রিপোর্টে বলা হয়েছে, ২০০৩ থেকে ২০১৭ সালের মধ্যে পাকিস্তানে বিভিন্ন নাশকতায় মৃত্যু হয়েছে ২৮২০১ জনের। এর মধ্যে পাকিস্তানি সেনা ও পুলিশের সংখ্যা ৬৬৭৪ জন। তবে পাল্টা আঘাতে নিহত হয়েছে ৩৩ হাজার ৩৬৬ জন উগ্রবাদী।
এদিকে আফগানিস্তানের ভূমি ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী। গতকাল রাওয়ালপিন্ডির পাক সেনা সদর দফতরে আফগান দূতাবাসের কর্মকর্তাদের তলব করে এমন অভিযোগ করা হয়। এ সময় আফগানিস্তানে অবস্থানকারী ৭৬ ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসীর তালিকা দিয়ে তাদের হস্তান্তর করতে আফগান কর্মকর্তাদের প্রতি আহŸান জানানো হয়। টুইটারে পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এ কথা জানান। তিনি বলেন, ৭৬ সন্ত্রাসীর বিরুদ্ধে হয় আফগানিস্তানকে ব্যবস্থা নিতে অথবা তাদের পাকিস্তানের হাতে তুলে দিতে আহŸান জানানো হয়েছে।
আফগানিস্তানের একজন সিনিয়র কূটনীতিককে ইসলামাবাদে তলব করার দুদিন পর গতকাল (শুক্রবার) পাক সেনা সদরে আফগান কর্মকর্তাদের তলব করা হলো।
এর আগে বৃহস্পতিবার মোহমান্দ এবং বাজাউর পরিদর্শনকালে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, সন্ত্রাসীরা আফগানিস্তানে পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে। পাকিস্তানে সম্প্রতি সিরিজ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। এসব হামলার দায় স্বীকার করে একে ‘অপারেশন গাজী’ আখ্যা দিয়েছে আফগানিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন জামায়াত উল আহরার। পাকিস্তানের তেহরিকে তালেবানের (টিটিপি) যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি। টিটিপি প্রধান মোল্লা ফজলুল্লাহ আফগানিস্তানে অবস্থান করছেন। তাকে গ্রেফতার করতে আফগানিস্তানকে ইতোমধ্যেই অনুরোধ জানিয়েছে পাকিস্তান। তবে আফগানিস্তান এখনো এই অনুরোধে সাড়া দেয়নি।
উল্লেখ্য, চলমান সন্ত্রাসী হামলার ধারাবাহিকতায় বৃহস্পতিবার সুফি লাল শাহবাজ কালান্দারের মাজারে বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৭৬ জন নিহত এবং ২৫০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আফগানিস্তানের সংলগ্ন সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সূত্র : ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন