খয়বরের যুদ্ধে নিহত ব্যক্তিরা
এক বর্ণনায় রয়েছে যে, তিনি বদর যুদ্ধে শহীদ হন। অন্য বর্ণনায় রয়েছে, তিনি খয়বর যুদ্ধে শহীদ হন। আমার মতে প্রথমোক্ত বর্ণনাই নির্ভরযোগ্য। আর নিহত ইহুদীদের সংখ্যা ছিলো ৯৩।
ফেদেক
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খয়বর পৌঁছে মোহাইয়াসা ইবনে মাসউদকে ইসলামের দাওয়াত দেয়ার জন্যে মোহাইয়াসা পাঠান। কিন্তু ফেদেকের অধিবাসীরা ইসলাম গ্রহণ করতে দেরী করে। খয়বর মুসলমানদের অধিকারে আসার পর ফেদেকের অধিবাসীদের মধ্যে এর প্রভাব বিস্তার করে, তারা আল্লাহর রসূলের কাছে প্রতিনিধি পাঠিয়ে খয়বরের মত উৎপন্ন ফসলের অর্ধেক প্রদানের শর্তে সমঝোতার প্রস্তাব পেশ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন