শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

বেসরকারি পাটকল সরকারি ব্যবস্থাপনায় আনতে টাস্কফোর্স

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : বেসরকারি পাটকল সরকারি ব্যবস্থাপনায় আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যেসব পাটকল ও টেক্সটাইল মিল বেসরকারি মালিকানায় চলছে অথচ কার্যক্রম পরিচালনায় হস্তান্তর শর্ত প্রতিপালন করছে না। সেগুলো পুনরায় সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে এ টাস্কফোর্স গঠন বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। টাস্কফোর্সে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে কমিটিতে অর্থ বিভাগ, স্বরাষ্ট্র, শিল্প, আইন ও বিচার বিভাগ, ভূমি মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ জুট মিলস এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের প্রতিনিধি রাখা হয়েছে। এতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে টাস্কফোর্সের সদস্য সচিব করা হয়। টাস্কফোর্স শর্ত লঙ্ঘন করছে এমন মিলগুলো সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনতে কেস টু কেস ভিত্তিতে ব্যবস্থা নেবে। এর জন্য তারা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অগ্রসর হবে। তবে প্রয়োজনে টাস্কফোর্স সদস্যরা মিলসমূহ সরেজমিন পরিদর্শন করবেন। এরপরই চূড়ান্ত তালিকা তৈরি করবে। এসব কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে টাস্কফোর্স মাসিক অগ্রগতির প্রতিবেদন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের কাছে দাখিল করবে। এ কার্যক্রমে গতি বাড়াতে কমিটিতে আরও সদস্য কো-অপ্ট করতে পারবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন