ইনকিলাব ডেস্ক : সিরিয়া সংকট সমাধানের বিষয়ে আমেরিকা ততটা আন্তরিক নয় বলে মন্তব্য করেছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টিফান ডি মিসতুরা। তিনি বরং সিরিয়ার ভেতরে যুক্তরাষ্ট্রের কথিত সামরিক অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন। ডি মিসতুরা বলেন, সিরিয়ার সংকট সমাধানের প্রচেষ্টার চেয়ে আমেরিকা এখনো সংঘাতের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া ইস্যুতে শান্তি আলোচনা অনুষ্ঠানের মাত্র চারদিন আগে মিসতুরা এসব কথা বললেন। তিরি আবারো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংকট সমাধানের পরিবর্তে তিনটি অসঙ্গতিপূর্ণ অগ্রাধিকারকে বেছে নিয়েছেন যার মধ্যে রয়েছে আইএসের বিরুদ্ধে যুদ্ধ। এছাড়া, আঞ্চলিক কয়েকটি গুরুত্বপূর্ণ দেশকে কীভাবে সীমাবদ্ধ করে ফেলা যাবে এবং কীভাবে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ মিত্রের ক্ষতি না হয় সেগুলোকে প্রাধান্য দিচ্ছেন ট্রাম্প। কিন্তু তার উচিত- সুস্পষ্ট সিদ্ধান্ত নেয়া যে, তিনি আইএসের বিরুদ্ধে যুদ্ধ করবেন নাকি এ গোষ্ঠীকে পরাজিত করবেন। ডি মিসতুরা বলেন, আমেরিকা আসলে সিরিয়া সংকট সমাধানের বিষয়ে বাস্তবেই অনুপস্থিত ছিল। সূত্র : পার্সটুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন