ইনকিলাব ডেস্ক : সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান ও আফগানিস্তান একযোগে লড়াই করবে বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজোয়া। গত সোমবার পাক সেনাসদর দফতরে নিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সব ধরনের সন্ত্রাসবাদসহ অভিন্ন শত্রæর বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে পাক-আফগান সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআরের বিবৃতিতে এ কথা জানান হয়েছে। এ খবর দৈনিক পাকিস্তান উর্দুর। বৈঠকে সন্ত্রাসীদের আন্ত-সীমান্ত চলাচল বন্ধে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আরো কার্যকর সমন্বয়ের জন্যও নির্দেশ দেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর তৎপরতার লক্ষ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করার আফগান কর্তৃপক্ষের প্রস্তাবকে স্বাগতও জানান তিনি। সম্প্রতি পাকিস্তানে ধারাবাহিক সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহত হওয়াকে কেন্দ্র করে আফগানিস্তান সীমান্ত বন্ধ করে দেয় দেশটি। সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে দেখা মাত্র গুলিরও নির্দেশ দিয়েছে পাকিস্তান। পার্সটুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন