শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

৭৪ শরণার্থীর লাশ ভেসে এলো লিবীয় উপক‚লে

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় ভ‚-মধ্যসাগর তীরবর্তী জাওবিয়া শহরের উপক‚লে ৭৪ জন শরণার্থীর লাশ ভেসে এসেছে বলে দাবি করেছে লিবিয়া রেড ক্রিসেন্ট।
সংস্থাটির মূখপাত্র মুহাম্মদ আল মিশরাতি গতকাল (মঙ্গলবার) সকালে এপি নিউজ এজেন্সিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত এই পরিস্থিতির কোনো কারণ জানা যায়নি। সংস্থাটি তাদের টুইটার অ্যাকাউন্টে সারিবদ্ধভাবে কালো পলিথিনে জড়ানো এই লাশগুলোর ছবি প্রকাশ করে।
মিশরাতি আরো বলেন, স্থানীয় কর্তৃপক্ষ লাশগুলো অজ্ঞাত পরিচয়ে নিকটস্থ রাজধানীর ত্রিপোলি গোরস্থানের উদ্দেশে নিয়ে যায়।
এ মাসে আরো আগের দিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা দক্ষিণ আফ্রিকা থেকে শরণার্থীদের ঢল ঠেকানোর একটি বিতর্কিত পরিকল্পনার ব্যাপারে একমত হন। নতুন পরিকল্পনা অনুযায়ী লিবিয়ার পানিসীমায় শরণার্থীদের নৌকা ঠেকাতে আরো উদ্যোগী হবার জন্য লিবিয়া সরকারকে প্রয়োজনীয় ফান্ড দেয়া হবে। একই ভাবে গত বছর লিবিয়া ও ইটালি হয়ে ইউরোপে এক লাখ ৮১ হাজার মানুষের পাচার ব্যবসার মডেল ভাঙতে উদ্যোগী করে তোলা হবে।
এ ঘোষণার বিরূপ প্রতিক্রিয়া ব্যাক্ত করে একটি মানবাধিকার গ্রæপ বলেছে, এর ফলে শরণার্থীরা আরো ঝুঁকিতে ও হয়রানিতে পড়বে। ভ‚-মধ্যসাগরের এককভাবে লিবিয়া-ইটালি রুটে অভিবাসীদের মৃত্যু রেকর্ড মাত্রায় পৌঁছেছে। গতকাল মৃত ৭৪ জন ছাড়াই চলতি ২০১৭ সালে এখানে অভিবাসী মৃত্যুর সংখ্যা ২৩০ বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া চার হাজার পাঁচ শতাধিক বেশি মানুষ গত বছর ইউরোপে প্রবেশের চেষ্টা করতে গিয়ে প্রাণ হারায়। সূত্র : এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন