স্টাফ রিপোর্টার : দোকান বসানোকে কেন্দ্র করে প্রতিবেশী ব্যবসায়ীর ছুরিকাঘাতে খোকন মোল্লা (৩০) নামে এক হকার নিহত হয়েছেন। গতকাল বুধবার রাজধানীর নিউমার্কেট থানাধীন চাঁদনি চক মার্কেটের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে। একই ঘটনায় বাবুল ব্যাপারী (৩৬) নামে অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত খোকন মোল্লার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সালদা থানার ফুলবাড়িয়ায়। বাবার নাম কালু মোল্লা। ময়না তদন্তের জন্য খোকনের লাশ ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে।
একই ঘটনায় আহত বাবুল ব্যাপারী জানান, চাঁদনি চক মার্কেটের সামনের ফুটপাতে কসমেটিকসের ব্যবসা করতেন খোকন। তার পাশের দোকানদার শাহাবুদ্দিন। কয়েকদিন আগে দোকান বসানোকে কেন্দ্র করে শাহাবুদ্দিনের সঙ্গে খোকনের ঝগড়া হয়। গতকাল দুপুরে খাওয়া-দাওয়ার পর দোকানের সামনে বসা নিয়ে ফের দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এতে ক্ষিপ্ত হয়ে শাহাবুদ্দিন ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে খোকনের ওপর। এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে। বাধা দিলে তাকেও (বাবুল) ছুরিকাঘাত করে। আহতদের চিৎকারে অন্যান্য হকাররাও এগিয়ে আসেন। গুরুতর অবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক খোকন মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরপরই শাহাবুদ্দিন পালিয়ে যায়। নিহত খোকন কামরাঙ্গীরচরের জান্নাতবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। এদিকে মেডিক্যাল সূত্র জানায়, আহত বাবুলের বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ব্যাপারে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, দুপুরে এই হকাররা একসঙ্গে খাওয়া-দাওয়া করছিলেন। ঘটনার মূল রহস্য জানা যায়নি। শাহাবুদ্দিনকে গ্রেফতারে অভিযান চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন