শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিশেষ ট্রাইব্যুনালে বিএনপির বিচার হওয়া উচিত -হাছান মাহমুদ

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কানাডার আদালতের রায়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলার পর দলটির সন্ত্রাসী কর্মকা-ের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও বিশেষ ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি যে সহিংস ঘটনা ঘটিয়েছিল, তা বন্ধে প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। যাতে ভবিষ্যতে রাজনীতির নামে সহিংস ঘটনার পুনরাবৃত্তি না হয়।
গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাছান এ দাবি জানান।
হাছান মাহমুদ বলেন, বিএনপি যে সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগের এতদিনের এ অভিযোগ কানাডার ফেডারেল কোর্টের রায়ে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, বিএনপি যে একটি সন্ত্রাসী সংগঠন সেটা তারা আগে থেকেই বলে আসছিলেন। এবার আন্তর্জাতিক পরিম-লেও বিষয়টি প্রমাণ হলো। যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টার অভিযোগে বিএনপির এক নেতার ছেলের পাঁচ বছরের কারাদ- হয়েছে। বিএনপি রাজনৈতিক চরিত্র হারিয়ে এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।
কানাডার ফেডারেল কোর্টের রায়ের পর্যবেক্ষণ তুলে ধরে হাছান বলেন, বিএনপি সন্ত্রাসে ছিল, আছে বা ভবিষ্যতেও থাকতে পারে। এর ফলে আওয়ামী লীগের বক্তব্য সত্য হলো।
সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ ওই রায়ের কপি দেখিয়ে বলেন, হরতাল-অবরোধ-সহিংসতা ও সন্ত্রাসের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার কারণে দলটির এক কর্মীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন কানাডার আদালতে খারিজ হয়ে যায়। কানাডা আদালতের এই রায়ের পর বিএনপির রাজনীতিতে ও নেতৃত্বে আমূল পরিবর্তন আনা প্রয়োজন।
প্রসঙ্গত: কানাডাভিত্তিক অনলাইন বাংলা সংবাদপত্র নতুন দেশে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির সদস্য হওয়ার কারণে একজন বাংলাদেশীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দিয়েছিলেন সে দেশের ইমিগ্রেশন কর্মকর্তা। এই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন ওই ব্যক্তি। আর জুডিশিয়াল রিভিউর আবেদন নিষ্পত্তি করতে বিচারক বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন।
২০১৩ এবং ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনে বাংলাদেশে ব্যাপক নাশকতার বিষয়টিই মূলত উঠে এসেছে কানাডা আদালতের রায়ে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ওই আন্দোলনের সময় পেট্রোল বোমা হামলায় নিহত হয়েছে মানুষ। আগুন দেয়া হয়েছে হাজারো গাড়িতে, হামলা হয়েছে বহু ব্যবসা প্রতিষ্ঠানে। এসব ঘটনায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শীর্ষস্থানীয় বহু নেতা এবং তৃণমূলের কয়েক হাজার কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এসবের জন্য বিএনপির প্রতিই অভিযোগ করে আসছে। একই সঙ্গে বিএনপির তীব্র সমালোচনাও করে আসছে। তারা বলছে, আন্দোলনের নামে নাশকতার কারণেই বিএনপির প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, রফিকুল ইসলাম ও রেমন্ড আরেং উপস্থিত ছিলেন।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ৯:৩৭ পিএম says : 0
বিএনপির বিচারের মত কিছু নেই|তবে আ*লীগের শত শত আছে|সংসদ সদস্য লিটন হত্যায় কাদের খান ও আ*লীগের চন্দন|লিটনের বোনের গারিতে হামলায় ছাত্রলিগের বহুনেতা কর্মী গ্রেপতার|7খুনে 26জনের ফাসি আ*লীগের |বিশ্বজিতের খুনে 8জনের ফাসি ছাত্রলীগের|শিরাজগনজে সাংবাদিক হত্যা আ*লিগের ২গ্রুপে শংঘর্ষে|এবার বলুন কাদের বিচার করা উচিত|
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন