শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অন্যায় পদক্ষেপে জনতা বিক্ষুব্ধ হবে গ্যাসের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের প্রতি জুলুম করা হবে -মাও. শাহ্ আতাউল্লাহ

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর বলেছেন, প্রতিমাসে জনগণ থেকে বিদ্যুত ও গ্যাসের বিল নেয়া হচ্ছে অথচ অনেক এলাকায় রান্নার চুলায় গ্যাস থাকে না। জনগণের ন্যায্য পাওনা বিদ্যুত ও গ্যাস না দিয়ে প্রতিমাসে জনগণের ঘাড়ে অতিরিক্ত বিল চাপিয়ে দেয়া দেশের সাধারণ মানুষের উপর জুলুম। সাধারণ গ্রাহকদের জন্য গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করে গ্যাসের মূল্য বাড়ানো হলে জনগণ সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে পড়বে।   
গতকাল রোববার বাদ আসর রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদরাসায় ওলামায়ে কেরামের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন, এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুলাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সুলতান মহিউদ্দিন ও মাওলানা সানাউল্লাহ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ