স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর বলেছেন, প্রতিমাসে জনগণ থেকে বিদ্যুত ও গ্যাসের বিল নেয়া হচ্ছে অথচ অনেক এলাকায় রান্নার চুলায় গ্যাস থাকে না। জনগণের ন্যায্য পাওনা বিদ্যুত ও গ্যাস না দিয়ে প্রতিমাসে জনগণের ঘাড়ে অতিরিক্ত বিল চাপিয়ে দেয়া দেশের সাধারণ মানুষের উপর জুলুম। সাধারণ গ্রাহকদের জন্য গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করে গ্যাসের মূল্য বাড়ানো হলে জনগণ সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে পড়বে।
গতকাল রোববার বাদ আসর রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদরাসায় ওলামায়ে কেরামের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন, এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুলাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সুলতান মহিউদ্দিন ও মাওলানা সানাউল্লাহ প্রমুখ।
মন্তব্য করুন