শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রাজস্ব ফাঁকি পর্যটনের ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টিার : সরকারের প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব ফাঁকির মামলায় পর্যটন করপোরেশনের তিন উপ-ব্যবস্থাপকসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সুবিধাভোগী ব্যক্তিদের চাহিদাপত্র ছাড়া মালামাল ভুয়া বিলি দেখানোর ওই মামলার অভিযোগপত্র গতকাল বুধবার কমিশন অনুমোদন দিয়েছে বলে সূত্রে জানা যায়। আসামিরা হলেন- পর্যটন করপোরেশনের তিন উপ-ব্যবস্থাপক বুলবুল আখতার, সৈয়দ মো: নাজমুল আরেফীন ও রওশন আরা এবং কাস্টমসের সাবেক দুই পরিদর্শক কাজী রফিকুল ইসলাম ও কালীপদ দাস। এছাড়াও রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক হিসাব তত্ত¡াবধায়ক এ বি এম জাকারিয়া এবং ব্যবসায়ী মো: কামরুজ্জামান রুবেল। পর্যটন করপোরেশনের তিন উপ-ব্যবস্থাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আসামি কামরুজ্জামান রুবেল অবৈধভাবে বিমানে টিসি শাখায় কর্মরত হিসাব তত্ত¡াবধায়ক জাকারিয়ার কাছ থেকে বিভিন্ন ফ্লাইট স্টাফদের নামে ইস্যুকৃত ট্রাভেলার্স চেক সংগ্রহ করে পর্যটন এবং কাস্টমসের যৌথ পরিচালনাধীন ট্যাক্স ফ্রি শপে সরবরাহ করতেন।  এরপর ডিপ্লোমেট ও প্রিভিলেজড ব্যক্তিদের নামে ২১৬টি জাল পাসবুককে খাঁটি দেখিয়ে ৯৫২টি এক্সবন্ড বিল, ক্যাশমেমো ও ইনভয়েসের মাধ্যমে ওইসব ব্যক্তিদের চাহিদাপত্র ছাড়াই তাদের নামে বিভিন্ন মালামাল ভুয়া বিলি দেখিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের ৪ কোটি ৯১ লাখ ১ হাজার ৪৯৭ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। এসব অভিযোগে ২০০৬ সালের ১২ এপ্রিল রাজধানীর গুলশান থানায় মামলা করেন দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক আবুবকর সিদ্দিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন