শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কর্মকর্তা চেয়ে চিঠি মন্ত্রণালয়ের অনুমোদন মেলেনি ৭ মাসেও

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টে বিচারক, রেজিস্ট্রার জেনারেল, অতিরিক্ত ও ডেপুটি রেজিস্ট্রারসহ কর্মকর্তা-কর্মচারী থাকলেও গণসংযোগ কর্মকর্তা নেই। শুরু থেকে পদটি খালি রয়েছে। ফলে গণমাধ্যমে প্রচারযোগ্য অনেক বিষয় যথাসময়ে প্রচার ও প্রকাশ করা সম্ভব হয় না। সুপ্রিম কোর্ট প্রশাসন গণসংযোগ কর্মকর্তা চেয়ে গত বছরের ১২ আগস্ট চিঠি পাঠায় আইন মন্ত্রণালয়ে। প্রায় ৭ মাস পার হলেও গণসংযোগ কর্মকর্তার বিষয়ে চূড়ান্ত অনুমোদন পায়নি সুপ্রিম কোর্ট। জানা যায়, সুপ্রিম কোর্টে বর্তমানে প্রশাসনিক ৩১টি বিভিন্ন শাখার কার্যক্রম চলছে। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে বিচারপতি রয়েছেন ১০৪ জন। সে কারণে আগের তুলনায় এখন মামলা নিষ্পত্তির সংখ্যাও বেড়ে চলেছে। এদিকে রেজিস্ট্রার জেনারেলসহ কতগুলো নতুন পদ সৃষ্টি করে নতুন পদে নিয়োগ সম্পন্ন হলেও জনসংযোগ কর্মকর্তা নিয়োগ এখনো দেয়া হয়নি। নিয়োগের বিষয় নির্ভর করছে আইন মন্ত্রণালয়ের সুনজরের ওপর। এদিকে প্রশাসনিক ও বিচার সহায়ক কার্যাবলি সম্পাদনের জন্য নিয়োজিত আছে ২ হাজার ১১৮ জন সহায়ক কর্মকর্তা-কর্মচারী। তবে সুপ্রিম কোর্টে শুরু থেকেই গণসংযোগ কর্মকর্তার পদ ছিল না। ফলে হাইকোর্ট বিভাগের অন্য কর্মকর্তারা এই দায়িত্ব পালন করে আসছেন। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. আজিজুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গণসংযোগ কর্মকর্তার পদ সৃষ্টির বিষয়ে প্রধান বিচারপতি নির্দেশনা দিয়েছেন। আর এর সহায়ক হিসেবে দুটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন, একটি স্ক্যানার, একটি ফ্যাক্স, একটি ভিডিও ক্যামেরা এবং একটি ডিএসএলআর ক্যামেরা একান্ত প্রয়োজন। এছাড়া গণসংযোগ কর্মকর্তার সঙ্গে অফিস সহকারী, কম্পিউটার অপারেটর ও ফটোগ্রাফারের পদ সৃষ্টি করতেও বলা হয় চিঠিতে। তবে মন্ত্রণালয়ে চিঠি দেয়ার পর প্রায় ৭ মাস পার হলেও সাড়া মেলেনি তাতে। এ বিষয়ে জানতে চাইলে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক সাংবাদিকদের বলেন, পদ সৃষ্টি করে সংস্থাপন মন্ত্রণালয়। আমাদের কাছে এলে সেটি পঠিয়ে দেই। আর সুপ্রিম কোর্টের এ বিষয়টি কী অবস্থায় আছে, তা আমি জানি না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন