মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম


প্র:- ইমামের জন্য কি কি কাজ করা মাকরূহে তাহরীমী?
উ:- ১. নামাযের কিরাত ও তাসবীহ অতিরিক্ত লম্বা করা।
২. শুধু বেগানা মহিলাদের ইমামতি করা; যেখানে নিজের কোন মুহরিমাহ মহিলা নেই।
৩. দুইয়ের অধিক মুক্তাদীর জামাআতে ইমাম কাতারের মধ্যে দাঁড়িয়ে যাওয়া।
প্র:- মুক্তাদী একজন হলে কিভাবে দাঁড়াবে?  
উ:- ইমামের ডানদিকে এমনিভাবে দাঁড়াবে, যাতে তার পায়ের আঙ্গুল ইমামের গোড়ালী বরাবর হয়।
প্র:- যদি এক মুক্তাদী ইমামের সাথে দাঁড়িয়ে নামায শুরু করে দেয় পরে আরেকজন এলে কি করবে?
উ:- পরে আসা মুক্তাদী আগের মুক্তাদীকে টেনে পিছনে নিয়ে এসে সারি বাঁধবে।
প্র:- যদি এমতাবস্থায় মুক্তাদীর পিছনে যাওয়া সম্ভব না হয়, তবে কি করতে হবে?
উ:- ইমাম একধাপ এগিয়ে যাবেন
প্র:- এক ব্যক্তি মসজিদে এসে দেখলো যে, সামনের কাতার পূর্ণ হয়ে গেছে, একজন দাঁড়ানোর জায়গাও অবশিষ্ট নেই; এমতাবস্থায় সে কি করবে?
উ:- ইমামের রুকূতে যাওয়ার আগ পর্যন্ত আরেকজনের জন্যে অপেক্ষা করবে, এর মধ্যে কেউ না এলে, সামনের কাতার থেকে মাসআলাহ জানে এমন একজনকে টেনে এনে নিজের সংগে দাঁড় করাবে। আর এমন লোক পাওয়া না গেলে একাই ইমামের সোজা পিছনে দাঁড়িয়ে নামায শুরু করে দিবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন