মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

প্র:- কোন্ কাতারের মর্যাদা বেশি?
উ:- প্রথম কাতারের, এরপর দ্বিতীয়, এরপর তৃতীয়। এমনিভাবে ক্রমাগত। কিন্তু জানাযার নামাযে এর সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ পিছন দিকের মর্যাদা বেশি।
প্র:- ওযুকারীর ইকতিদা তায়াম্মুমকারীর পিছনে, পা ধৌতকারীর ইকতিদা পা মোছাকারীর পিছনে, দাঁড়িয়ে নামায আদায়কারীর ইকতিদা বসে আদায়কারীর পিছনে, সুস্থ ব্যক্তির ইকতিদা পঙ্গু ব্যক্তির পিছনে, নফল আদায়কারীর ইকতিদা ফরয আদায়কারীর পিছনে, মুকীমÑএর ইকতিদা মুসাফিরের পিছনে, এবং মুসাফিরের ইকতিদা মুকীমের পিছনে সহীহ হবে কি?
উ:- সবার ইকতিদা সহীহ হবে। তবে ওয়াক্ত চলে যাওয়ার পর মুসাফিরের ইকতিদা মুকীমের পিছনে হবে না।
প্র:- মসজিদের ছাদে ইকতিদা সহীহ হবে কি?
উ:- যদি ইমামের অবস্থান ও তাকবীর সম্পর্কে অবগত হওয়া যায় এবং কোনরূপ দ্বিধা-সংশয় না থাকে, তাহলে ছাদের উপরও ইকতিদা সহীহ হবে।
প্র:- ইমাম যদি রাজপথে দাঁড়িয়ে জানাযা বা ঈদের নামায পড়ান, তো মুক্তাদী এবং তার মধ্যে কতটুকু দূরত্ব রাখা যাবে?
উ:- ইমাম এবং মুক্তাদীর সারির মধ্যে এমন ব্যবধান রাখতে হবে যার মধ্যে দিয়ে কোন গাড়ী যেন অতিক্রম করতে না পারে। যদি বেশি ব্যবধান রাখার কারণে ইমাম এবং কাতারের ভিতর দিয়ে গাড়ী অতিক্রম করে তবে ইকতিদা সহীহ হবে না।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন