শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

যুক্তরাষ্ট্র সফরে সউদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সউদি আরব ত্যাগ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্প গত জানুয়ারি মাসে ক্ষমতায় আসার পরে এটিই হবে যুকরাজের সঙ্গে প্রথম বৈঠক। এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক পূনর্বহাল নিয়ে আলোচনা ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে পর্যালোচনা করবেন ট্রাম্প-মোহাম্মদ। জানুয়ারিতে সউদি আরবের ফ্রিগেটের হামলাকে ইরানের ইন্দনে হুতি বিদ্রোহীরা করেছিল এমনটাই দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও সউদি আরব। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে ইরানের হস্তক্ষেপকে কঠোরভাবে দমন করতেই এই সমর্থন। ইয়েমেন ও সিরিয়া যুদ্ধে আক্রান্ত লোকদের জন্য সেফজোন তৈরির বিষয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে বাদশাহ সালমানের পুত্র মোহাম্মদ বিল সালমানের ওয়াশিংটন সফরে। গত মাসের শেষের দিকে সউদির বাদশাহ সালমান মাসব্যাপী এশিয়া সফরে বের হয়েছেন। বর্তমানে তিনি জাপানে রয়েছেন। এশিয়ার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতেই এই সফরে বের হয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। অপরদিকে তার পুত্র মোহাম্মদ বিন সালমান পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে সফরে বের হয়েছেন। মোহাম্মদ বিল সালমান সউদি রাজপরিবারের সবচেয়ে ক্ষমতাসীন যুবরাজ হচ্ছে মোহাম্মদ বিন সালমান। তিনি একই সঙ্গে দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আল জাজিরা, সিবিএস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন