মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

প্র:- নারী পুরুষের সম্মিলিত জামাআতে কাতার কোন তরতীবে করা হবে?
উ:- প্রথমে পুরুষদের কাতার। তারপর ছেলেদের কাতার, তারপর নপুংসকদের কাতার, তারপর মহিলাদের কাতার এবং সবশেষে বালিকাদের কাতার করা হবে।
প্র:- নামাযের মধ্যে কোন্ কাজগুলো ইমাম বাদ দিলে মুক্তাদীগণকেও বাদ দিতে হয়?
উ:- পাঁচটি কাজ। ১. দুই ঈদের অতিরিক্ত তাকবীরসমূহ, ২. প্রথম বৈঠক, ৩. তিলাওয়াতের সিজদাহ, ৪. সাহু সিজদাহ এবং ৫. দোয়ায়ে কুনূত।
প্র:- কোন্ কাজগুলোতে ইমামের অনুসরণ করতে হবে না?
উ:- ১. ইমাম যদি ঈদের নামাযের মোট ষোল তাকবীরের চেয়ে বেশি তাকবীর দিতে শুরু করেন।
২. জানাযার নামাযে চারের অধিক তাকবীর দিলে।
৩. রুক‚-সিজদাহ বেশি করে ফেললে।
৪.পঞ্চম রাকাতের জন্যে দাঁড়িয়ে গেলে।
এ সকল অতিরিক্ত কাজে ইমামের অনুসরণ করা যাবে না, বরং তাকে ‘আল্লাহু আকবার’ বলে সংশোধন করে দিতে হবে।
প্র:- কোন্ কাজগুলো ইমাম ভুলবশতঃ ছেড়ে দিলেও মুক্তাদীগণ করে ফেলবে?
উ:- আটটি কাজ: ১. তাকবীরে তাহরীমার সময় হাত উঠানো। ২. সানা পড়া। ৩. রুক‚-সিজদাহর জন্য তাকবীর। ৪. রুক‚-সিজদাহর তাসবীহ। ৫. সামিআল্লাহু লিমান হামিদাহ পড়া। ৬. তাশাহ্হুদ বা আত্তাহিয়্যাতু পড়া। ৭. আসসালাম শব্দ বলা। ৮. তাকবীরে তাশরীক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন