কিন্তু পথশ্রমের ক্লান্তিতে তিনিও এক সময় ঘুমিয়ে পড়েন। কেউই নামাজের সময় জাগতে পারেননি। সর্বপ্রথম আল্লাহর রসূলের ঘুম ভেঙে যায়। তিনি সাহাবাদের জাগিয়ে সেই স্থান থেকে কিছু সামনে এগিয়ে যান। এরপর সাহাবাদের নিয়ে ফজরের নামাজ আদায় করেন। বলা হয়ে থাকে যে, এই ঘটনা দ্বিতীয় সফরের সময় ঘটেছিলো।
খয়বরের ঘটনাপ্রবাহ লক্ষ্য করলে দেখা যায়, আল্লাহর রসূল সপ্তম হিজরীর সফর মাসের শেষদিকে রবিউল আউয়াল মাসে প্রত্যাবর্তন করেছিলেন।
ছ্যারিয়া আবান ইবনে সাঈদ
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথা ভালোভাবে জানতেন যে, হারাম মাসসমূহ শেষ হওয়ার পর মদীনাকে অরক্ষিত অবস্থায় রাখা দূরদর্শিতা ও প্রজ্ঞার পরিচায়ক নয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন