শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রায়গঞ্জে ভাটার রেজিস্ট্রেশনবিহীন ট্রাকের চাপায় প্রাণ গেল স্কুল ছাত্র মোহাম্মাদ আলী (১১)। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কালিয়াবিল গ্রামে গ্রামীণ কাঁচা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মাদ আলী ওই গ্রামের মোজাম্মেল হকের পুত্র ও ডিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। জানা যায়, নিহত ওই শিশু বাইসাইকেল চালিয়ে রাস্তায় চলাচল করার সময় বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই রেজিস্ট্রেশনবিহীন দ্রæতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তারর মৃত্যু হয়। এ সময় তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের আজাহার আলীর পুত্র ড্রাইভিং লাইসেন্সবিহীন ট্রাক চালক হোসেন আলী ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় উপস্থিত বিক্ষুব্ধ জনতা ইট, পাটকেল নিক্ষেপ সহ ধাওয়া করে এবং আটক করে। ট্রাক চালক জানায়, সে সিরাজগঞ্জ সদর উপজেলার আল আমিনের মালিকানাধীন ওই ট্রাকটি মাটি ব্যবসায়ী বাদশার মাটি নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে রায়গঞ্জ থানা এসআই আশফাকুর রহমান ও এএসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন