কেননা মদীনার আশে পাশে এমন অনেক বেদুইন রয়েছে, যারা লুটতরাজ এবং ডাকাতির জন্য মুসলমানদের অমনোযোগিতার অপেক্ষায় থাকে। এ কারণে খয়বরের অভিযানে যাওয়ার সময় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেদুইনদের ভীত সন্ত্রস্ত্র রাখার জন্যে আবান ইবনে সাঈদের (রা.) নেতৃত্বে নজদের দিকে এক সামরিক বাহিনী প্রেরণ করেন। আবান ইবনে সাঈদ (রা.) তার দায়িত্ব পালন শেষে ফেরার সময়ে আল্লাহর রসূলের সাথে খয়বরে মোলাকাত হয়। সেই সময় খয়বর জয় হয়েছিলো।
ছারিয়্যা বা ছোট ধরণের এ সামরিক অভিযান সপ্তম হিজরীর সফর মাসে পাঠানো হয়েছিলো। সহীহ বোখারীতে এ ঘটনার উল্লেখ রয়েছে। অবশ্য হাফেজ ইবনে হাজার আসকালানি লিখেছেন, ‘এই সামরিক অভিযান সম্পর্কে আমি কিছু জানতে পারিনি।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন