মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

মহানবীর সা. ধারাবাহিক জীবনী

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

যাতুর রেকা অভিযান
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খন্দকের তিনটি শক্তির মধ্যে দুটি শক্তি নিজ নিয়ন্ত্রণে আনার পর তৃতীয় শক্তির প্রতি মনোযোগী হওয়ার সুযোগ পেলেন। এরা ছিল বেদুইন। নজদের প্রান্তরে তাঁবুতে তারা জীবন কাটাতো। লুটতরাজই ছিল তাদের জীবিকার উৎস। বেদুইনরা কোন জনপদ বা শহরের অধিবাসী ছিল না। বাড়ীঘর বা দুর্গের মধ্যে তারা বসবাস করতো না। এ কারণে মক্কা ও খয়বরের অধিবাসীদের মত তাদের নিয়ন্ত্রণ এবং দস্যুবৃত্তির আগুন পুরোপুরি নির্বাপিত করা ছিল কষ্টসাধ্য। তাদের শুধু ভীত-সন্ত্রস্ত করার মত কাজ করাই ছিল প্রয়োজনীয়।
এ সকল বেদুইনকে প্রভাবিত মদীনার আশেপাশে সমবেত বেদুইনদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক শিক্ষামূলক অভিযান পরিচালনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন