স্টাফ রিপোর্টার : রাজধানীর বংশাল এলাকায় মো. ইউসুফ (৩৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুলিতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বংশাল থানার ছুরিটোলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ব্যবসায়ী মো. ইউসুফ জানান, চাঁদপুরের উত্তর মতলব এলাকায় ‘ঈশা ইঞ্জিনিয়ার’ নামে তাদের একটি ওয়ার্কশপ রয়েছে। ওই প্রতিষ্ঠানের মালামাল কেনার জন্য তিনি ঢাকায় আসেন। বিকেলে বংশাল ময়লারগলি এলাকা যাওয়ার পর একদল দুর্বৃত্ত তাকে গুলি করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এসময় তার হাতে থাকা ৮০ হাজার টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে খবর পেয়ে বংশাল থানার পুলিশ আহত তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বংশাল থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি এখনো আমরা পুরোপুরি জানতে পারিনি। সেখানে আমাদের স্যার গেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন