শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আগামী নির্বাচন হবে ৭১’এর ঘাতকদের চূড়ান্ত পরাজিত করার নির্বাচন : নাসিম

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৭১’এর ঘাতকের দোসরদের চূড়ান্তভাবে পরাজিত করতে দেশবাসীর প্রতি আহŸান জানিয়েছেন। তিনি বলেন, আগামী নির্বাচন হবে ৭১’এর ঘাতকদের চূড়ান্তভাবে পরাজিত করার নির্বাচন। এই নির্বাচনে ঘাতকের দোসরদের পারজিত করতেই হবে। পাকিস্তানের দোসরদের আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। বাংলাদেশ থেকে এই জঙ্গিবাদীর দোসরদের মূল উৎপাটন করতে হবে।
গতকাল শনিবার মিরপুর বদ্ধভূমিতে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৫ শে মার্চ গণহত্যাদিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
দেশবিরোধী চক্রান্তকারীরা দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, চক্রান্তকারীরা এখনও তৎপর রয়েছে। পাকিস্তান পরাজিত হয়ে গেছে, কিন্তু তাদের দোসররা পরাজয় না মেনে, সব সময়ে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই ১৪ দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য বলেন, চক্রান্তকারীদের চক্রান্ত এখনও শেষ হয়নি বলেই, এখন বাংলাদেশে জঙ্গিরা হানা দেয়। ওরা পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।
নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার আহŸান জানিয়ে নাসিম বলেন, নতুন প্রজন্মকে জানতে হবে, বুঝতে হবে একদিনে বাংলাদেশ স্বাধীন হয়নি। তোমাদের জানতে হবে কিভাবে, কার নির্দেশে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিভাবে বাংলাদেশের লাখ লাখ মানুষকে হত্যা করা হয়েছে।
রাশেদ খান মেনন বলেন, ২৫ মার্চের গণহত্যা ছিল পৈশাচিকতার এক ভয়াবহ উদাহরণ। এই গণহত্যা ছিল পাকিস্তান সরকারের চূড়ান্ত বিশ্বাস ঘাতকতার বহিঃপ্রকাশ। ২৫ মার্চের গণহত্যার সংখ্যা নিয়ে যারা বিতর্ক করেন তাদের মতলব হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা।
এর আগে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা মিরপুর বদ্ধভূমিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
স্বেচ্ছাসেবকলীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুলের সঞ্চলনায় সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরিন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, ন্যাপ নেতা ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডেমোক্রেটিক অ্যালায়েন্স আয়োজিত ‘পঁচিশে মার্চ গণহত্যা ও লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিম। সংগঠনের সভাপতি আলমগীর মজুমদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন