সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সোনাগাজীতে যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষে ১ জন নিহত : গ্রেফতার ৩

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা : সোনাগাজী  উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে যুব লীগের দু’গ্রুপের সংঘর্ষে  রিপন (২২)পিতা সফিকুুর রহমান (সাং আলমপুর) নিহত হয়। এ ঘটনায় পুলিশ ৩ যুব লীগ কর্মীকে গ্রেফতার করে।
জানা যায়  গত কয়েক বৎসর ধরে তাকিয়া বাজার সহ বগাদানা ইউনিয়নে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান গ্রুপ ও সিপন মেম্বার গ্রুপের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। ঐ সব লড়াইয়ে বেশ কয়েক জন হতাহত হয়। পরস্পরের বিরুদ্ধে মামলা হয়েছে ৮টি। গত শনিবার রাতে চেয়ারম্যান গ্রুপ স্থানীয় কাজির হাটে গণহত্যা দিবস পালন শেষে   শতাধিক কর্মী মিছিল নিয়ে তাকিয়া বাজার যাওয়ার পথে সিপন মেম্বার  এর বাড়ির দরজায় সিপন মেম্বার গ্রুপের লোকজন  মিছিলের উপর পিছন থেকে গুলি বর্ষণ করলে রিপন ঘটনা স্থলে মাটিতে লুটিয়ে পড়ে। এতে কয়েক জন আহত হয়।
খবর পেয়ে সোনাগাজীর মডেল, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে  টাংকি সেলিম  রুস্তম আলী ও বেলায়েত হোসেনকে গ্রেফতার করে। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান ইছাক খোকন জানান  সন্ত্রাসীরা যে দলেরই হউক সুষ্ট তদন্তের পর আমরা রিপন এর হত্যা কারীদের বিচার দাবি করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Shah Alam Khan ৩০ মার্চ, ২০১৭, ৪:৫৫ এএম says : 0
আমাদের নেতাজী কাদের সাহেব এই সংবাদটা পড়েছেন এটা আমি নিশ্চিত কিন্তু তিনি কি পদক্ষেপ নিয়েছেন সেটা আমি জানিনা। তাই বলছিলাম নেতা কাদের সাহেবের উচিৎ জাতিকে ব্যাখা দেয়া তার সারগেতরা নিজেরা নিজেরা জনপথ কে কিভাবে সন্ত্রাসের জনপথে পরিণত করছে??? আমি জানতে চাই কেন সরকারি দলের মধ্যে নিজেরা নিজেদের বিষয় নিয়ে গোলা গুলি করে ত্রাসের রাজত্ব কায়েম করে জনতাকে জিম্মি করে রাখছে??? এরপর কোন মুখে কাদের সাহেব জনগনের নিকট ভোট আশাকরেন। জননেত্রী শেখ হাসিনা তার জীবন এবং সর্বস্য জনগণের কল্যাণে দিচ্ছেন তার বিনিময়ে দলকে ক্ষমতায় এনেছে আর তারই বিনিময়ে নেতা কাদেরের সারগেত বৃন্দ মানে দলের লোকজন মানুষের উপর চাপিয়ে দিচ্ছে সন্ত্রাস!!! এখন এই জনতা যদি বিগড়ায়ে যায় তাহলে আর এক ’৯১ বা ২০০১ সৃষ্টি হবে এতে আশ্চার্য হবার কিছুই নেই।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন