শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ব্রেক্সিট-স্টাইলে গণভোটের কথা ভাবছেন এরদোগান

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়া অব্যাহত রাখা হবে কিনা তা নিয়ে ব্রেক্সিট-স্টাইলের একটি গণভোটের কথা ভাবছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত শনিবার তুরস্কের দক্ষিণ আন্টলয়া প্রদেশে তুর্কি-ব্রিটিশ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। দেশটির সাংবিধানিক পরিবর্তন নিয়ে আগামী ১৬ এপ্রিলের গণভোট পরে এটি আয়োজন করা হতে পারে বলে এরদোগান জানান। এরদোগান বলেন, তুরস্কের সুদূরপ্রসারী সাংবিধানিক পরিবর্তনের ওপর আগামী ১৬ এপ্রিলের গণভোটের পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের সম্পর্ক পর্যালোচনা করে দেখা হবে। ব্রিটিশদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ব্রেক্সিটের সিদ্ধান্ত নিয়েছেন। আসছে ১৬ এপ্রিল পরে আমরাও এমন ব্যবস্থা নিতে পারি। এরদোগান বলেন, আগামী ১৬ এপ্রিল আমাদের দেশে একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের পরে আমরা ইইউ নিয়ে ব্রেক্সিটের মতো একটি গণভোটের ব্যবস্থা করতে পারি। আমাদের জনগণ এ ব্যাপারে যে সিদ্ধান্তই নিক না কেন, আমরা তা পালন করতে বাধ্য। ১৯৮৭ সালে ইইউ সদস্য পদের জন্য তুরস্ক আবেদন জানান। এ ব্যাপারে ২০০৫ সালে আলোচনা শুরু হয়। তবে সাইপ্রাস ইস্যুতে তুরস্কের অবস্থান নিয়ে ২০০৭ সালে আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়। এ ছাড়াও, জার্মানি এবং ফরাসি সরকার দেশটির পূর্ণ ইইউ সদস্যপদ প্রাপ্তিতে বিরোধিতা করে আসছে। ইইউ দেশগুলোর তীব্র সমালোচনা করে এরদোগান আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন ফ্যাসিবাদী রাজনৈতিক দলগুলোর একটি খেলার মাঠে পরিণত হয়েছে। সুইজারল্যান্ডের বার্নে তাকে লক্ষ্য করে সন্ত্রাসী সংগঠন পিকেকের সমাবেশের প্রতি সহানুভূতি দেখানোর জন্য এরদোগান সুইস সরকারের তীব্র সমালোচনা করেন। আনাদুলো এজেন্সি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammod Rahman ২৮ মার্চ, ২০১৭, ১১:৫৮ এএম says : 0
We need one more Muslim leader like erdogan, waiting Europe May Allah long live erdogan
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন