যাতুর রেকা অভিযান
এ সকল বেদুইনকে প্রভাবিত মদীনার আশেপাশে সমবেত বেদুইনদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক শিক্ষামূলক অভিযান পরিচালনা করেন। এই অভিযানই যাতুর রেকা অভিযান নামে পরিচিত।
সীরাত রচয়িতারা উল্লেখ করেছেন যে, চতুর্থ হিজরীতে এ অভিযান পরিচালিত হয়েছিল। কিন্তু ইমাম বোখারী (রা.) উল্লেখ করেছেন যে, সপ্তম হিজরীতে এই অভিযান চালানো হয়। এ অভিযানে হযরত আবু হোরায়রা (রা.) এবং হযরত আবু মূসা আশয়ারী (রা.) অংশগ্রহণ করেছিলেন এই কারণে সুস্পষ্টভাবেই প্রমাণিত হয়, খয়বর যুদ্ধের পরই এ ঘটনা ঘটেছিল। কেননা হযরত আবু হোরায়রা (রা.) রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খয়বর অভিযানে রওয়ানা হয়ে যাওয়ার পর মদীনায় গিয়ে ইসলাম গ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন