শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

মোবাইলের মাধ্যমে শেয়ার লেনদেন করা যাবে ৯ মার্চ থেকে

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : মোবাইলের মাধ্যমে শেয়ার লেনদেন করতে পারবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)’র বিনিয়োগকারীরা। এ জন্য বিনিয়োগকারীকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ৯ মার্চ থেকে মোবাইলে লেনদেন কার্যক্রম শুরু হবে। ওইদিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মোবাইল ট্রেডিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রে আরও জানা গেছে, আগামী ৯ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক কর্মকর্তা বলেন, এর আগে ২৫ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এই মোবাইল ট্রেডিং উদ্বোধন করার কথা ছিল। পরে অর্থমন্ত্রী আগামী ৯ মার্চ সময় দিয়েছেন। তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ের আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন