কর্পোরেট রিপোর্ট : আগামী ১৯ মে দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সদস্যদের ভোটে নির্বাচিত ২৯ জন পরিচালক, সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন। রিহ্যাবের নির্বাচনী বোর্ডে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এফবিসিসিআইর পরিচালক মোহাম্মদ আমিন হেলালী। গত ২৫ ফেব্রুয়ারি এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রিহ্যাব। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬-১৮ সালের জন্য ২৯ জনের পরিচালনা পর্ষদ গঠনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন