শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

পণ্যে পাটমোড়ক ব্যবহারে সম্মাননা পাবে ৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান

৬ মার্চ পাট মেলা

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে পাট মেলা। ‘বাংলার পাট বিশ্বমাত’ সেগান নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী পাটজাত পণ্যের মেলা শুরু হবে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন শতভাগ বাস্তবায়নে সফলতার অংশ হিসেবে এ মেলার আয়োজন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আইন বাস্তবায়নে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এগারো ক্যাটাগরির মোট ৩৮ জনকে বিশেষ সম্মাননা পদক দেয়া হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এ সম্মাননা তুলে দেবেন। সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে পাটপণ্যের মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশে বহুমুখী পাটপণ্যকে জনপ্রিয় করতে প্রচারের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হচ্ছে। এতে ১৩৫ ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। বস্ত্র প্রতিমন্ত্রী বলেন, ‘পণ্যে পাটের মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী জেলাসমূহের মোট ১১ ক্যাটাগরির ৩৮ জনকে সম্মাননা স্মারক প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে।’ এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান এই আইন বাস্তবায়নে বড় ভূমিকা পালন করেছে। তাই তাদের সম্মান জানানো হবে। এ উপলক্ষে রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাট ও বস্ত্রপ্রতিমন্ত্রী মির্জা আজম এমপি এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্রমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ শহীদুল্লাহ খন্দকার প্রমুখ। এ সময় জানানো হয়, গত ৩০ নভেম্বর শুরু হওয়া দেশব্যাপী অভিযানে এখন পর্যন্ত ৯৯৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় দুই হাজার ১শ’টি মামলা হয়েছে এবং জরিমানা আদায় হয়েছে ৮৬ লাখ ৫৬ হাজার টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন