শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

তিস্তা নিয়ে মমতার সঙ্গে পৃথক আলোচনা করবেন শেখ হাসিনা

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১:১০ এএম

ইনকিলাব ডেস্ক : চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে পৃথক আলোচনা করবেন। শুক্রবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে এক অভ্যর্থনা অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। এছাড়া ভারতীয় কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসেছেন। তার সঙ্গে কথা বলার অপেক্ষায় আছি। আমি তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী।
এদিকে, সফরের প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ করেন সুষমা। এ সময় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই উপহার দেন শেখ হাসিনা
এর আগে বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার বিষয়ক যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন বলেন, শেখ হাসিনার এবারের ভারত সফরে তিস্তা চুক্তির সম্ভাবনা নেই। তিনি বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে এখনো কাজ চলছে। তবে রাজ্য সরকার এই চুক্তিতে এখনও রাজি নয়।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Add
আনিসুর রহমান ৮ এপ্রিল, ২০১৭, ১২:১২ পিএম says : 0
০৫/১২/২০১২ এই তারিখের দৈনিক ইনকিলাব পাবো কিভাবে???
Total Reply(0)
Add
Mohammed Shah Alam Khan ৮ এপ্রিল, ২০১৭, ৭:০৬ পিএম says : 0
আমার বাবা ছিলেন এলাকার জনদরদী প্রতাপশালী জমিদার। আর আমি তারই প্রথম সন্তান ভবিষতের জমিদার হিসাবে জন্ম নেই। কাজেই আমার আচার আচরণে গ্রামের ছেলেদের সাথে কোন ভাবেই মিল ছিল না। তাই আমি নিরাপদ দূরত্ব বজায় রেখেই চলতাম বলেই আমি গ্রাম্য রাজনীতি যেটা আমার বাবা পারদর্শি ছিলেন সেটা আমার নেই তবে আমার ছোট ভাই দারুন “ভিলেজ পলেটেশিয়ান”। তারপরও এক পিরিয়ড থেকে পরের পিরিয়ড পর্যন্ত যে সময় থাকে সেই সময়ে আমি ওদের অনেক কথা শুনতাম কিন্তু না শুনার ভান করে আমার সম্মান আমি ধরে রাখতাম। হঠাত করে আজ ওদের একটা কথা আমার স্মরণে আসে সেটা হচ্ছে “কত রঙ্গ দেখাবিরে...” তাই কথাটা সবার সাথে ভাগা ভাগী করে নিতে এই দুই লাইন লিখা। আল্লাহ্‌ আমাদেরকে বুঝার শক্তি দান করুন। আমীন
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ