নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং এ হত্যা কা-ের অভিযোগপত্র প্রদান করে বিচারকার্য শুরু করার দাবি জানিয়েছে দেশের ২২ জন বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার সাংবাদিকদের দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, ২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকা-ের তদন্তকারি সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এ এক বছরের মধ্যেই তদন্ত শেষ করে সংবাদ মাধ্যমে জানিয়ে দেয় ত্বকীকে কিভাবে, কখন, কোথায়, কি কারণে এবং কারা কারা হত্যা করেছে। তারা তখন খসড়া একটি অভিযোগপত্র সাংবাদিকদের সরবরাহ করে বলেন, অচিরেই তা আদালতে পেশ করা হবে। যা আমরা সংবাদ মাধ্যমে জানতে পারি। কিন্তু ত্বকী হত্যার তিন বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত সে অভিযোগপত্র পেশ করা হয়নি। এরই মধ্যে ১৬৪ ধারায় জবানবন্দির মাধ্যমে ও র্যাবের তদন্তে যার নেতৃত্বে ত্বকীকে হত্যা করা হয়েছে বলে প্রকাশ পেয়েছে সে অভিযুক্ত আসামী এখন জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে। আবার কেউ কেউ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দেশ ছেড়ে পালিয়েও গেছে। এসব কারণে ত্বকী হত্যার বিচার কার্যক্রমে সরকারের ভূমিকা ও সদিচ্ছা নিয়ে আজকে প্রশ্ন দেখা দিয়েছে।
তারা বলেন, বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করা অথবা বিচারহীনতার সংস্কৃতি কোনভাবেই আমাদের কাম্য নয়। আমরা দেখেছি রাজন ও রাকিব হত্যার বিচার সাড়ে তিন মাসে সম্পন্ন করে সরকার উদাহরণ তৈরি করতে পেরেছে। অথচ তিন বছরেও ত্বকী হত্যার অভিযোগপত্রই দেয়া হলো না। আমরা ত্বকী হত্যার অভিযোগপত্র দ্রুত প্রদান ও সকল অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি।
বিবৃতিতে স্বাক্ষর করেন, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আহমদ রফিক, কামাল লোহানী, ড. সনজীদা খাতুন, অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যাপক যতীন সরকার, ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, এড. সুলতানা কামাল, ড. হায়াৎ মামুদ, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ড. সফিউদ্দিন আহমদ, মামুনুর রশীদ, অধ্যাপক শান্তনু কায়সার, ডা. সারোয়ার আলী, অধ্যাপক শফি আহমেদ, মফিদুল হক, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম. এম. আকাশ ও শিশির ভট্টাচার্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন