শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের তালা

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : এক ইন্টার্নি চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে ইন্টার্নি চিকিৎসকরা।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে জরুরি বিভাগের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেন তারা। পরে জড়িতদের গ্রেফতারে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে প্রায় দেড় ঘণ্টা পর তারা তালা খুলে দিলেও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান ভূঁইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালের চিকিৎসককে লাঞ্ছিতকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে। এদিকে কর্মসূচির ঘোষণার পর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কর্মবিরতির কথা জানিয়ে দিচ্ছেন ইন্টার্নি চিকিৎসকরা। এতে বেশ বিপাকে পড়েছেন সাধারণ রোগীরা। সূত্র জানায়, হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসায় অবহেলার অভিযোগে ডা. মাজহার নামে এক ইন্টার্ন চিকিৎসককে মঙ্গলবার বিকেলে লাঞ্ছিত করেন এক রোগীর স্বজনরা। এ ঘটনার প্রতিবাদে বিকেল ৪টার দিকে জরুরি বিভাগের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেন ইন্টার্নি চিকিৎসকরা। এ ঘটনায় রোগীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন