শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মতিঝিলে ফুটপাতে উচ্ছেদ অভিযান

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৫৬ পিএম, ১ মার্চ, ২০১৬

স্টাফ রিপোর্টার : রাজধানীর মতিঝিল এলাকায় অবৈধ ফুটপাত দখল ও রাস্তার ওপর অবৈধ পার্কিংবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার দুপুর থেকে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কুদ্দুস। তিনি বলেন, রাস্তার ওপর অবৈধ পার্কিং ও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে এ অভিযান করা হয়। তিনি বলেন, ফুটপাতের ব্যবহার নিরাপদ করতে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্দেশ অমান্য করে কেউ নিজের স্বার্থে ফুটপাতে দোকান কিংবা কার পাকিং করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গতকাল মতিঝিল সোনালী ব্যাংকের সামনে থেকে ফুটপাত ও অবৈধ কার পাকিংবিরোধী অভিযান শুরু হয়। এ অভিযানের কারণে গতকাল মতিঝিল এলাকায় যানজটও চোখে পড়েনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন