ইনকিলাব ডেস্ক : সিরিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামালার প্রতি পূর্ণাঙ্গ সমর্থন ঘোষণা করেছে সউদি আরবের মন্ত্রী পরিষদ। সিরীয় জনগণের ওপর সরকারি বাহিনী রাসায়নিক হামলা চালিয়ে যে জঘন্য অপরাধ করেছে তার প্রতিশোধ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। গত সোমবার রাওদাত খুরাইম-এ অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সাপ্তাহিক সভায় সভাপতিত্ব করেন বাদশাহ সালমান। সউদি আরবের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আদেল আল-তারাইফি এ তথ্য প্রকাশ করতে গিয়ে বলেছেন, সিরিয়ার বাশার সরকার দেশটির উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শেইখোন শহরে যে ভয়ঙ্কর রাসায়নিক হামলা চালিয়েছে, সউদি মন্ত্রী পরিষদ তার কঠোর নিন্দা করেছে। ওই হামলায় ব্যাপক সংখ্যক নিরপরাধ লোকের প্রাণহানি হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সউদি মন্ত্রী পরিষদ বাশার সরকারের এই বর্বর হামলাকে একটি ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছে এবং একই সঙ্গে মন্ত্রি পরিষদের সভায় এই জঘন্য মানবিক অপরাধের প্রতিশোধস্বরূপ বাশার সরকারের ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করা হয়। মন্ত্রী পরিষদের বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে সউদি তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, মন্ত্রী পরিষদের সভায় সিরিয়ার ঐক্য এবং অখÐতার প্রতি জোরালো সমর্থন জানানো হয়। সিরিয়ায় এ ধরনের মানবিক বিপর্যয় এড়ানোর জন্য মন্ত্রী পরিষদের বৈঠকে জেনেভা কনফারেন্সের ঘোষণা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাব অনুযায়ী সিরিয়া সংকটের শান্তিপূর্ণ মীমাংসার দাবি জানানো হয়। এই বৈঠকে মিসরের তান্তা ও আলেকজান্দ্রিয়া শহরে এবং রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ও সুইডেনের স্টকহোমে পরিচালিত সন্ত্রাসী হামলাগুলোরও নিন্দা জানানো হয়। সউদি গেজেট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন