বিশৃঙ্খলায় ক্ষুব্ধ মহাসচিব
মো: শামসুল আলম খান : নেত্রকোনায় বন্যা দূর্গতদের দেখতে যাবার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ময়মনসিংহের পথে পথে সংবর্ধনা দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা। শনিবার সকালে ময়মনসিংহ জেলার বেশ কয়েকটি স্থানে দেয়া এ সংবধনা ও পথসভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাঁর সাথে ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এদিকে গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেলক্রসি এলাকায় পৌঁছলে গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহাম্মেদ তায়েবুর রহমান হিরন ও তার সমর্থকরা দলীয় মহাসচিবের গাড়িকে ঘিরে রেখে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ক্ষেপে যান মির্জা ফখরুল। এ সময় তিনি ক্ষিপ্ত সুরে বলেন, বেয়্াদব ছেলে, চুপ কর। আপনারা এইভাবে কিছু করতে পারবেন না। নিয়মের মধ্যদিয়ে, শৃঙ্খলার মধ্যদিয়ে দলকে পরিচালনা করেন। এ সময় ফের হিরন সমর্থকরা শ্লোগান শুরু করলে তিনি কয়েক দফা ধমক দিয়ে থামানোর ব্যর্থ চেষ্টা করে সামনে উপস্থিত একজনকে বেয়াদব ছেলে বলে মন্তব্য করেন। পরক্ষণেই তিনি মহাসচিব মাথা ঘুড়িয়ে অন্য দিকে ফিরে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনারা আমার সালাম গ্রহণ করুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম গ্রহণ করুন।
পরে নেত্রকোনা মহাসড়কের শ্যামগঞ্জ এলাকায় বিএনপি মহাসচিবকে পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান হিরন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন ও তার সমর্থকরা। এ সময় তাদের সাথে ছিলেন উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামছুল হক শামছু, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ তৌফিকুল ইসলাম প্রমুখ।
সূত্র জানায়, মূলত গৌরীপুর উপজেলা বিএনপি একাধিক গ্রæপে বিভক্ত। ফলে মহাসচিবের আগমনে নগরীর শম্ভুগঞ্জ মোড়ে মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল হক। এ সময় তার সাথে ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. ড. মীর মিজানুর রহমান, উত্তর বিএনপি নেতা শহীদ চেয়ারম্যান, আলী আকবর আনিস, অ্যাড.শাজাহান কবীর সাজু প্রমূখ।
এর আগে নগরীর বাইপাস মাসকান্দা এলাকায় মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক জ¦ালানী প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন এফসিএ, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু, ত্রিশালের উপজেলা চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন, মুক্তাগাছার উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, ফুলবাড়ীয়ার উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান, কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ প্রমূখ। নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় বিএনপি মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বাবলু, নগর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম প্রমূখ। একই সাথে তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ এলাকায় মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানান উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
অপরদিকে মির্জা ফখরুল নেত্রকোনা যাবার পথে শম্ভুগঞ্জ মোড় এলাকায় পৌঁছে স্থানীয় পঙ্গু যুবদল কর্মী মো: সোহাগ মিয়ার সাথে কথা বলে তাকে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন