কর্পোরেট রিপোর্ট : সাত ব্রোকারেজ হাউসের পর্ষদ পুনর্গঠন করতে হবে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত সোমবার এসব ব্রোকারেজ হাউসকে আগামী ৩১ মার্চের মধ্যে বিধি অনুযায়ী পর্ষদ পুনর্গঠন করতে বলেছে। স্টক ডিলার/ব্রোকার বিধিমালা ২০০০-এর ৫ (ক) ধারা অনুযায়ী এ ধরনের ব্রোকারেজ হাউসের পর্ষদের পরিচালক সংখ্যার ৫০ শতাংশের বেশি মূল কোম্পানি থেকে মনোনীত হতে পারবেন না। শেয়ারবাজারে ৬৫ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমার ব্রোকারেজ হাউস রয়েছে। কমিশনের আইন অনুযায়ী, ব্রোকারেজ হাউসগুলো এরই মধ্যে পৃথক কোম্পানি হিসেবে যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) থেকে নিবন্ধন নিয়েছে। কিন্তু এর সাতটিতে এখনও মূল কোম্পানির প্রতিনিধিত্ব বেশি। বিএসইসির কর্মকর্তারা জানান, বিদ্যমান বিধি অনুযায়ী ব্রোকারেজ হাউসগুলো পরিচালিত হচ্ছে কি-না তা যাচাই করে দেখছে নিয়ন্ত্রক সংস্থা। এরই অংশ হিসেবে গত ১৯ জানুয়ারি ৬৫ ব্রোকারেজ হাউসের কাছে পর্ষদের তথ্য চেয়ে চিঠি পাঠায় বিএসইসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন