কর্পোরেট রিপোর্ট : পানি ও জ্বালানি সাশ্রয়ী খাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভনর এসকে সুর চৌধুরী। পাশাপাশি পানি ও জ্বালানি সাশ্রয়ী খাত কোনগুলো তা নির্ধারণ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। এ ধরনের খাতে বিনিয়োগ করার মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব বলেও মনে করেন তিনি। সম্প্রতি পানি ও জ্বালানি সাশ্রয়ী খাতে বিনিয়োগ বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন এসকে সুর চৌধুরী। রাজধানীর স্থানীয় একটি হোটেলে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন এ কর্মশালার আয়োজন করে। অংশীদারিত্বমূলক ক্লিনার টেক্সটাইল (পিএসিটি) কর্মসূচির অংশ ছিল এ কর্মশালা। অনুষ্ঠানে পিএসিটির প্রোগ্রাম ম্যানেজার মোহন সেনেভিরান্তে, আইএফসির কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার, ব্র্যাক ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আরএফ হোসাইন উপস্থিত ছিলেন। ডেপুটি গভর বলেন, জ্বালানি সাশ্রয়ী খাতে বিভিন্ন উৎস থেকে অর্থ আসলেও মূলত স্থানীয় ব্যাংকগুলো মূল অথের জোগান দিয়ে থাকে। পানি সাশ্রয়ই ভবিষ্যতের জন্য এক ধরনের বিনিয়োগ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন